রাশিয়া-বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে মওদুদ আহমদের বক্তব্য হাস্যকর

রাশিয়া-বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে মওদুদ আহমদের বক্তব্য হাস্যকর
মওদুদরা চোর তাই অন্যদেরকেও চোর ভাববে এটাই স্বভাবিক। বাংলাদেশের সেরা ডিগবাজি রাজনিতিবিদ এবং দূর্নিতিবাজ মওদুদ আহমদ আজ জাতিয় প্রেস ক্লাবে বলেছেন “উচ্ছ কমিশন পেতেই অকেজো অস্ত্র” ক্রয় করা হয়েছে এবং সুদের হার উচ্চ বলে দাবি করেছেন। আসলে এই সব কথা বলে উনি উনার অজ্ঞতায়ই প্রকাশ করেছেন। উনি কবে অস্ত্র বিশেষজ্ঞ হলেন? কে উনাকে বলল অকেজো অস্ত্র কেনা হয়েছে? এগুলো আমরা জানতে চাই। এই সকল ভিত্তিহিন বক্তব্য দিয়ে উনি সেনাবাহিনীর বিশেজ্ঞদের হেয় করেছেন। আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা এব্ং বিশেজ্ঞরা এত বোকা নয় যে অকেজো অস্ত্র কিনতে রাজি হবেন। বিরোধিতার জন্য বললে আমার কিছু বলার নেই তবে ভালো করে জেনে তারপর মন্তব্য করা বুদ্ধিমানের কাজ। চিন, ভারত,ভিয়েতনামসহ পৃথিবীর অনেক দেশের সাথেই রাশিয়ার এই ধারনের দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। কোন দশের সাথে কি শর্তে এবং কি মুল্যে রশিয়া অস্ত্র সরবরহ করবে, সুদের হার কত তা কি উনি জানেন? জানলে এ ধারনর বক্তব্য দানে বিরত থাকতেন। উনার অবগতির জন্য জানাতে চাই সব চেয়ে কম দামে বাংলাদেশ অস্ত্র পাবে এবং ৩% সুদের হার অস্ত্রের ক্ষেত্রে খুব কম হিসাবেই বিবেচনা করা হয়। মজার কথা রাশিয়াকে উনি দুর্নীতিবাজ দেশ বলেছেন । আসলে নির্লজ্জ হলে মানুষ এমন কখাই বলে, নিজেরা ক্ষমতায় থাকা কালিন বংলাদেশকে দুর্নীতিতে ৩ বার বিশ্ব চাম্পিয়ন করে ছিলেন, এখন একি কথা,রাশিয়া নিয়ে টানাটানি,লজ্জা শরমের মাথা খাইছে। তারা ক্ষমতায় থাকা কালিন সময় চুরি ছাড়া দেশের জন্য কিছুই করেনি কিন্তু বর্তমান সরকার যখন দেশের উন্নয়নে কাজ করছে সেটা তাদের পছন্দ হচ্ছেনা। ড. সফিক, মস্কো, রাশিয়া

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters