এ এক ঐতিহাসিক জয়।

প্রথম ২ দিন খেলাই দেখিনি। শুনলাম বাংলাদেশ জিতসে। আমিতো খুশিতে আত্মহারা। আনন্দে শেষ ২ টা ওডিআই দেখতে গেলাম। বিপত্তি হল ঐ খানেই ! আজ তাই খেলা দেক্তে বসিনি। যদি বাংলাদেশ জেতে ! তবে শেষমেশ থাকতে না পেরে রাত ৮ টা ৩০ মিনিটে বসলাম। রাত ৯টা ৩০ মিনিটের পরের কিছু কথা বলি-

১। বাংলাদেশের জিত্তে দরকার
 ৪ রান। হাতে ৪ উইকেট।
মারল খোঁচা সোহাগ গাজী! বল হাতে উইকেট কিপার পাঁজি !

২। এক বল


 পর- দরকার ৩ রান। হাতে বাকি ৩ !
আবেদনে সাড়া দিলেন আম্পায়ার এনামুল হক।
বুঝলাম না- বোধ হয় উনি বাংলাদেশের পক্ষে সবোচ্চ ওডিআই আম্পায়ারিইং
রেকোডের পর সবোচ্চ ভুল ডিসিসনের রেকোডও ভাংতে চাইলেন !
সাজঘরে আব্দুর রাজ্জাক। বেটা বাঘের বাচ্চা !

৩। দরকার


 ২ রান। হাতে বাকি ২ !  এবার রানের খাতায় সমতা ফেরাতে বল টোকা দিয়েই ইলিয়াস সানির
দৌড়। আর এই দৌড় দিতে গিয়ে যে অবস্থা হল তাতে আমার তৎক্ষণাৎ
১৯৯৭ সালেন আইসিসি ট্রফির উইনিং রানের কথা মনে হল !
আম্পারিং -এ থাকা এনামুল হকই না ঐ ভাবে দৌড় দিয়ে লেগবাই নিয়েছিল ! মনে পড়ে ?

৪। এইবার স্কোর সমান সমান। ভাব্লাম নাটকীটা বোধ হোয় শেষ। উফ !
কিন্তু কেডায় কোইল !? কাহীনির তো সবেই শুরু !  বলবো কি হল? তার আর কি দরকার আছে?
শালার আনন্দ কারে কয় ! বাংলার দামাল ছেলেরা শেষ পর্যন্ত বলের গতিবিধি আর রান পূর্ণ না করেই
জয় উদযাপন শুরু করলেন !
অন্য দিকে টিভি স্ক্রিনে দেক্লাম "জননেত্রী" পতাকা হাতে জয় বাংলা !  প্রবলেম ?
তখনও যে বাংলাদেশের "জেতা" হয় নাই ! বেচারা হারতে বসা স্যামিও হেসে
কুটি কুটি । এমন হাসি ওর ই শোভা পায়। :)

৫।


 যাইহোক, শেষমেশ জয় এর আনন্দের পরও বাংলাদেশের ব্যাট করতে হল বৈকি ! 


এবার নাসির বুদ্ধিমান (আসলে ঠেকে শেখা) ব্যাঘ্র শাবক ! তাই বল
মাঠের বাইরে যাওয়া পর্যন্ত "জয়" এর অপেক্ষা। অতঃপর হালুম !!!

৬। এরপর গাংনামের অপচেষ্টা


 ও গেইলের মুচকি হাসি। :)

ভাবছেন আর কি লিখব? ঠিকই ধরেছেন। ছয় বল (নম্বর) হয়ে গেছে !




Writer  Mahmud Faisal Shovon

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters