ঘৃণা - আতিক মাহামুদ নির্ঝর


এ কী আজব দুনিয়া, আশ্চর্য হই
যত দেখি ততই ;
কী বিচিত্র ভেতরটা, অবাক হই
বুঝি আমি যতই ।
কী অদ্ভুত মানুষ সব, কী দুর্ভেদ্য চিন্তা
পারি না ভেদ করতে কেন এত কুটিলতা ?
কোথায় এত আকর্ষণ, কিসের হাতছানি ?
ঘুরছে সব কিসের নেশায় বুঝি না আমি ।
শুধুই কি টাকা , স্ট্যাটাস আর ক্ষমতা ?
হয়ত হবে ... আসলে কী... জানি না ।
বড় হবার জন্য ছুটছে সবাই, করছে যাচ্ছেতাই,
কেউ বিকিয়েছে মূল্যবোধ, কেউবা দেহটাই ।

নীতিবোধ, সততা... আগে ভাবতাম আমি
এগুলো বুঝি সম্পদ সবার চেয়ে দামি ।
ভাবতাম বোকার মত ঠিক রাখা চাই চরিত্র,
যতই থাকি ফাঁকা ঘরে, হোক না সাথী দারিদ্র্য,
সময় যে সব বদলে দেবে, বদলে দেবে কত,
ঘুণাক্ষরেও ভাবিনি সে বদলাবে আমায় এত !

হ্যাঁ; তোরা বলতে পারিস আমি দূর্বল চিত্তের,
পূজো করি দুনিয়ার, ক্ষমতা বিত্তের ।
বলতে পারিস আমি নীতিহীন কুৎসিত এক প্রাণী,
নিজের ভাল থাকাটাই যার সবার চেয়ে দামি ।
থাম , একটু দাঁড়া;
আমাকে গালি দেবার আগে, নষ্ট বলার আগে,
দেখ একবার তোর ভিতরটা ভালোভাবে ।
তুই কী ঠিক ? খুব আলাদা কেউ ?
শোনাতে চাস আমায় কথার তুবড়ি ঢেউ ?
মুখোশধারী পিশাচ, শয়তান, ভণ্ড তোরা,
অভুক্ত চোখ , মলিন মুখ দেয় কি তোদের নাড়া ?

তোরা যারা ভাল মানুষ সেজ়ে বসে আছিস
আসলে দূর্বল তোরা, মনে মনে সুযোগ খুজ়িস
যখনই পাবি সুযোগ, ঝোপ বুঝে দিবি কোপ ।
দলে মুচড়ে করবি তুলোধুনো ওদের,
কাদের............... ?
আবার উল্টো প্রশ্ন করিস?
এত ভাব তোরা কেমন করে ধরিস?
একটু শিখিয়ে দিবি আমায়? আমি শিখব
তারপর তোদের মতই গরীবের রক্ত শুষব ।

তোরা সব একেকটা ছোটবড় জোঁক
ভেতরটা কালচে রক্তের মত,
কী কুৎসিত তোদের লোভ !
তোদের দেখাদেখি আমিও শিখছি, হচ্ছি লোভী
ফালতু কবিতা ছেড়ে তাই এখন শিকার খুঁজি
চারিদিকে, ঐ রেল স্টেশনে, শীতের রাতে ফুটপাতে,
ঠান্ডায় জমে যাওয়া মানুষগুলো দেখলে
আমার আজ হয় না ভাবান্তর, হই না বিচলিত,
খালি মনে হয় আমি একাই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ।

তোরাই তো শিখিয়েছিস ছোটলোকদের পিষতে,
টাকার লোভ দেখিয়ে ওদের দেহমন বেচতে
তোরাই বানিয়েছিস ওদের ভিখারী , নিঃস্ব;
কেড়ে নিয়েছিস কত দুঃখিনীর সর্বস্ব ।
কত মানুষ কে করেছিস ঘরছাড়া, পাচার বিদেশে
বানালি কত সর্বহারা , ব্যবহার করে শেষে ।
ছড়িয়ে দিয়েছিস মাদক ঘরে, বাইরে গলিতে
নিজে তো ভালই আছিস ভদ্রলোকের বেশে ।
ওদের শোষণ করেই উঠছিস ফুলেফেঁপে ।
5 star এ পার্টি, Scotch , মেয়েমানুষ,
ভাবছিস তোরা নিজেরা সুখে আছিস খুব ?
তোরা ব্যধিগ্রস্থ , বাতিকগ্রস্থ, কুৎসিত
তোরা কুকুরের অধম, তোরা নরকের কীট ।

আর আমার মত বোকারা
তোদেরই করি সেলাম,ভক্তি,অর্চনা
তোদের জন্য শতধিক , ঘৃণা...... ঘৃণা......... ঘৃণা............   ।



  • Shantanu Saha eita tor lekha? jodi tai hoy tahole....EITA BEST!......r tor uchit potrikai kobita golo pathano........ seriously..........
    2 hours ago ·  ·  3
  • Shantanu Saha 
    ‎5 star এ পার্টি, Scotch , মেয়েমানুষ,

    ভাবছিস তোরা নিজেরা সুখে আছিস খুব ?

    তোরা ব্যধিগ্রস্থ , বাতিকগ্রস্থ, কুৎসিত
    ...See More
    2 hours ago ·  ·  2
  • Atique Mahmud Nirjhar hare dst.... amar lekha :) aro kisu likhi then pathabo re.........
    2 hours ago ·  ·  1
  • Pulka Vazi O.o :O :O
    2 hours ago ·  ·  1
  • Mehedi Hasan Jim dada superb hoyce.go ahead dada.go ahead
    2 hours ago ·  ·  1
  • Farah Naz Dola Tui to ekdom fatie dissish.carry on...
    2 hours ago ·  ·  2
  • Shakil Mahmud ooooooo bospalic tomi asolao ''BOSS PABLIC'' jossssssssssss hoasa via . i love you sooooooo macs......... .
    2 hours ago ·  ·  1
  • Tanvir Islam Esty awesome dst............great
    2 hours ago ·  ·  1
  • Aslam Husain ami asole onek din kono kobita porina, ajke porlam, tao ak nissas a ses koresi... :). asolei durdanto hoyese dosto
    2 hours ago ·  ·  1
  • Matiur Rahman Minar ওরে নির্ঝর , একের পর এক কোপা কোপা লিখা দিয়ে তো পুরোদস্তুর প্রফেশনাল বনে গেলি......চখাম হইসে...বলে বোঝানো যাবে না...carry on
    about an hour ago ·  ·  1
  • Hafiz Sunny ‎"কেউ বিকিয়েছে মূল্যবোধ, কেউবা দেহটাই ".......................kopa.....
    about an hour ago ·  ·  1
  • Farhana Jahan Somapti shirummmmmmmmmmmmm.......
    about an hour ago ·  ·  1
  • Afsana Nyeem Zitu poem r name ghrina bt poem ta k ghrina kore jabe na,as usual tui ja korish tai nice hoi,tai new kore bolar kisue nai@batique
    about an hour ago ·  ·  3
  • Ami Rakib এককথায় Awesome.......
    about an hour ago · 
  • Shakir Hossain ভয়ানক......এরকম লেখা পড়লে গায়ে কাঁটা দিয়ে উঠে...শীতও গায়ে লাগে না ।। অদ্ভুত এক ফিলিংস...go ahead
    about an hour ago ·  ·  1
  • Naimul de Pessimist simply nice
    about an hour ago ·  ·  1
  • Mushfiqul Hoque Chandan অসাধারণ বন্ধু>>>>>>>>>>>>
    28 minutes ago · 
  • Akhlak Hossain Shovan khub sohojvabei kothin ghrina ta fute utheche...valo laglo onek....:)
    22 minutes ago ·  ·  1
  • Jubayer Hossain Moon jotil joss fatafati..........................
    16 minutes ago ·  ·  1
  • Bita Ron মাথা নষ্ট কবিতা ।Hats off to u
    11 minutes ago · 
  • Md Mijanur আমি আজ ভাষাহীন দর্শক বনে গেলাম ভাই ............... যা বলেছ এর বেশি কিছু বলার নাই ।
    9 minutes ago ·  ·  1
  • Ipshit Idris জোশ বন্ধু।কিছু বলার নাই।চালিয়ে যাও। :)
    7 minutes ago · 
  • Alamin Sheikh awesome dost............... chaliye ja..............
    6 minutes ago · 


No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters