অধ্যায় শেষ হল চিত্র নায়ক দেব আনন্দের

নায়ক দেব আনন্দ


বলিউডের এক সময়ের সাঁরা জাগানো নায়ক দেব আনন্দ আজ ইংলান্ড এর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
তার বয়স হয়েছিল ৮৮ বছর ।
১৯৪৬ সালে `হাম এক হ্যায়‘ নামক ছায়াছবি দিয়ে তার চলচ্চিত্র জগতে আবির্ভাব ।
নানা কিংবদন্তি ছবি মধ্য দিয়ে তিনি কেড়েনেন দশক হৃদয় ।


গাইড, জুয়েল থিফ, সিআইডি, জনি মেরা নাম সহ বলিউডের একের পর এক বক্স অফিস হিটের সাথে জড়িত হয়ে পড়ে তাঁর নাম ।



ভারতের চলচ্চিত্রে অবদানের জন্য ২০০১ সালে তাঁকে পদ্মভূষণ খেতাবে ভূষিত করা হয়। পরের বছরই দেব আনন্দ দাদাসাহেব ফালকে পুরস্কার পান ।
অভিনয়ের জন্য দুবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন দেব আন্ন্দ৻ প্রথমবার ১৯৫৮ সালে ‘কালাপানি‘ ছবিতে অভিনয়ের জন্য । ১৯৬৬ তে পান `গাইড‘ ছবিতে অভিনয়ের জন্য।
গাইড এতটাই নন্দিত হয়েছিল যে সেবছর ছবিটি অস্কার প্রতিযোগিতায় পাঠানো হয় ।
পরে দেব আনন্দ নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী পার্ল এস বাকের সাথে যৌথভাবে ইংরিজিতে গা‌ইডের রি-মেক প্রয়োজনা করেন ।

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters